সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

তালেবান রোজ টুইট করে কিন্তু আমার ওপরই নিষেধাজ্ঞা

এবার টুইটারের বিরুদ্ধে আদালতে ট্রাম্প

তালেবান রোজ টুইট করে কিন্তু আমার ওপরই নিষেধাজ্ঞা

‘তালেবানকে রোজ টুইট করতে দেয়, কিন্তু আমাকে টুইট করতে দেয় না। আমার ওপরই যত নিষেধাজ্ঞা।’ এই অভিযোগ নিয়ে এবার আদালতে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীনই তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতেই এবার আদালতে গেলেন ট্রাম্প। ফ্লোরিডার ফেডারেল আদালতে আবেদন করেছেন ট্রাম্প। আবেদনপত্রে তিনি লেখেন, ‘তালেবান রোজ টুইট করতে পারছে। নিজেদের মতাদর্শের প্রচার করছে। অথচ আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে।’ টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন তিনি। নির্বাচন পরবর্তী দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ে ট্রাম্প সমর্থকরা। ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। টুইটার কর্তৃপক্ষের তরফে সে কথার উল্লেখ করে বলা হয়েছে, এভাবেই টুইটার তাদের নীতি ও তার প্রয়োগের ব্যাপারে স্বচ্ছ থাকতে চায়।

সর্বশেষ খবর