বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মমতার মন্ত্রিসভায় রদবদল

অর্থ মন্ত্রণালয় নিজের হাতে

কলকাতা প্রতিনিধি

মমতার মন্ত্রিসভায় রদবদল

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত মার্চ-এপ্রিল মাসে রাজ্য বিধানসভার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর এই প্রথম রদবদল। মুখ্যমন্ত্রীর মতো গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি এবার থেকে অর্থ মন্ত্রণালয়ও দেখবেন মমতা। অবশ্য স্বরাষ্ট্র, স্বাস্থ্য মন্ত্রণালয়ও তার হাতে থাকলো। অর্থ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন চন্দ্রিমা। সদ্য প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় নতুন পঞ্চায়েত মন্ত্রী হলেন পুলক রায়। পুলক রায় বর্তমানে জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন। এবার তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পঞ্চায়েত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে বেচারাম মান্নাকে। তিনি বর্তমানে শ্রম দফতরের প্রতিমন্ত্রী, তাই তার হাতেও এলো অতিরিক্ত দায়িত্ব।

অন্যদিকে ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভূঁইয়াকে। তিনি একই সঙ্গে পানিসম্পদ মন্ত্রী।

গতকাল রাজ্য সরকারের তরফে এই রদবদলের কথা ঘোষণা করা হয়। তবে এদিনের মন্ত্রিসভার রদবদলে নতুন কোনো মুখকে অন্তর্ভুক্তি করা হয়নি। শুধু দায়িত্ব রদবদল করা হলো।

সর্বশেষ খবর