সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

৯০০ জনকে ছাঁটাই করে এখন নিজেই দৌড়ে...

৯০০ জনকে ছাঁটাই করে এখন নিজেই দৌড়ে...

একটিমাত্র অনলাইন মিটিংয়ে একসঙ্গে চাকরি বাতিল করেছিলেন ৯০০ অধঃস্তন সহকর্মীর। ঘটনার জেরে বিতর্কের মুখেও পড়েন তিনি। একসঙ্গে এত মানুষের রুটিরুজি কেড়ে নেওয়ার কারণ হিসেবে নিজেকেই দায়ী করেছিলেন বিশাল গর্গ। ডুবে যান অবসাদে। এবার ছুটিতে যেতে বাধ্য হলেন কর্তা। গত সপ্তাহে বেটার ডট কম-এর সিইও বিশাল গর্গ ছিলেন আলোচনার শীর্ষে। কারণ, একটি বৈঠকে সফট ব্যাংকের মালিকানাধীন বন্ধকি কারবার করা সংস্থাটির ৯০০ কর্মীকে বরখাস্ত করেছিলেন বিশাল গর্গ। এরপরই অনুতপ্ততা কাজ করে। এবার ছুটিতে গেলেন বিশাল গর্গ। তবে বিশালের সিদ্ধান্ত এবং তার অবসাদ গোটা সংস্থাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করেছে। তাই বিশালকে ‘ছুটিতে পাঠানোর’ সিদ্ধান্ত। তাঁর অনুপস্থিতিতে সংস্থার সিএফও কেভিন রায়ান দায়িত্ব পালন করবেন এবং রিপোর্ট প্রতিদিন জমা দেবেন সংস্থার বোর্ডকে।

জুম কলে সবাইকে ছাঁটাই করার পর বিশাল সংস্থার এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে বাজারের অবস্থা, সবার কাজের মান এবং উৎপাদনশীলতা প্রসঙ্গ তোলেন। ম্যানহাটনে অবস্থিত হেডঅফিস থেকে একই সঙ্গে ভারত এবং আমেরিকার এতজন কর্মীর চাকরিতে লাল চিহ্ন টেনে দেওয়ার পর এই কারণগুলো দেখানোকে ভালো চোখে দেখেনি কর্তৃপক্ষ। ফলে এবার ছুটিতে যেতে হলো তাঁকেই। তবে কতদিনের জন্য তাঁকে ছুটিতে যেতে হলো তা জানায়নি সংস্থা।

সর্বশেষ খবর