শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমা মুনের

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমা মুনের

ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতিতে জড়িত থাকার দায়ে ২২ বছরের কারাদ- পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির বর্তমান রাষ্ট্রপতি মুন জে-ইন। পার্ক গিউন-হেকে ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি ২০১৩ সালে ক্ষমতা গ্রহণ করেন। আর চার বছরের কম সময়ের মধ্যে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। ৬৯ বছর বয়সী পার্ক গিউন-হেকে ২০১৮ সালে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাকে ২২ বছরের কারাদ- দেওয়া হয়। এর আগের বছর তাকে অভিশংসিত করা হয়। সাবেক এই প্রেসিডেন্টকে কাঁধ ও কোমরের ব্যথার কারণে এ বছর তিনবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, নতুন বছরে বর্তমান রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার তালিকায় ছিলেন পার্ক গিউন-হেকে। দুর্বল স্বাস্থ্যের জন্য তাকে এই তালিকায় রাখা হয়। তবে বর্তমান রাষ্ট্রপতি মুন জে-ইন এর আগে ক্ষমা প্রত্যাখ্যান করেছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হান মিয়াং-সুককেও অব্যাহতি দিয়েছে সরকার। তিনি দুর্নীতি কেলেঙ্কারিতে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই বছরের জন্য কারাদ- ভোগ করছিলেন।

সর্বশেষ খবর