শিরোনাম
বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৭০ শতাংশ মানুষ টিকা পেলেই মহামারি শেষ

৭০ শতাংশ মানুষ টিকা পেলেই মহামারি শেষ

তেদ্রোস

পুরোদমে টিকা বণ্টনে সমতা কভিড মহামারির অবসান ঘটাতে পারে। ২০২২ সালের জুলাইয়ের মধ্যে প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষ টিকা গ্রহণ করলেই সমাপ্তি ঘটবে করোনা ভাইরাস মহামারির। দ্য মিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ান ক্যাম্পেইন নামে দারিদ্র্য নিরসন ও রোগ মোকাবিলা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের টুইট শেয়ার করে এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসিস। তিনি বলেন, আগামী জুলাইয়ের মধ্যে সব দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় ওয়ান ক্যাম্পেইনকে ধন্যবাদ। আমরা যদি টিকা বণ্টনের ক্ষেত্রে এ সমতা অর্জন করতে পারি, তাহলেই মহামারির অবসানের দিকে যেতে পারব। সেই লক্ষ্যে ডব্লিউএইচও প্রধান টিকার বণ্টনে সমতা আনার জন্য বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, এখনো অনেক দেশের মানুষ করোনার টিকা পায়নি। অন্যদিকে, ওমিক্রন ধরনের প্রকোপ শুরুর পর উন্নত দেশগুলো বুস্টার ডোজ দিচ্ছে। শুধু বুস্টার ডোজ দিয়ে কভিড মহামারি অবসান ঘটানো সম্ভব নয়।

সর্বশেষ খবর