শিরোনাম
শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সতর্ক করা ছাড়াই গুলি চালাতে নির্দেশ কাজাখ প্রেসিডেন্টের

সতর্ক করা ছাড়াই গুলি চালাতে নির্দেশ কাজাখ প্রেসিডেন্টের

কোনো ধরনের সতর্কসংকেত ছাড়াই নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যেই এ ঘোষণা দিলেন তিনি।

গতকাল টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্ট কাসিম।  বিক্ষোভকারীদের দস্যু আখ্যা দিয়ে তিনি বলেন, ২০ হাজার দস্যু আলমাতিতে হামলা করেছে।

কাসিম আরও বলেন, তার অনুরোধে রাশিয়া ও প্রতিবেশী দেশগুলো থেকে শান্তিরক্ষী বাহিনী এসেছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা   অস্থায়ীভাবে কাজাখস্তানে অবস্থান করবে। রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) এ বাহিনীতে প্রায় আড়াই হাজার সেনা রয়েছে। সেনা পাঠানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বিশেষ ধন্যবাদ’ জানিয়েছেন কাসিম।

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভের মুখে বুধবার দেশটির   সরকার পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী আসকার মমিনের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রেসিডেন্ট কাসিম বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

 

সর্বশেষ খবর