মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণের আরজি

রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণের আরজি

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে অপসারণের আরজি জানিয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল দেশটির সংসদে বাজেট অধিবেশনের সূচনা ভাষণ দেন রাষ্ট্রপতি। এর পরই সেন্ট্রাল হলে সংসদ সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন রাষ্ট্রপতি। একসময় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে আবেদন জানান যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে যেন তিনি অপসারণ করেন। গণতন্ত্রকে বাঁচাতে অবিলম্বে এ অপসারণ জরুরি বলেও জানান তৃণমূল সাংসদ। কার্যত রাষ্ট্রপতিই কোনো রাজ্যের রাজ্যপাল নিয়োগ দেন বা তাকে অপসারণ বা বদলির নির্দেশ দেন। তাই তাকেই সরাসরি আরজি জানালেন তৃণমূল সাংসদ। পরে সংসদ ভবনের বাইরে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতি তাঁর বক্তব্য দেওয়ার পর প্রথম সারিতে যাঁরা বসেছিলেন তাঁদের সঙ্গে দেখা করেন। তখনই সরাসরি তাঁকে বলি। আমি অনুরোধ করি, আপনি বাংলার রাজ্যপালকে সরিয়ে নিন। দেশের সংসদীয় গণতন্ত্রের জন্য এটা ক্ষতি হচ্ছে। রাজ্যপাল সব সময় সবাইকে বিব্রত করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের তোপ-পাল্টা নিশানা কেন্দ্র করে বারবার সরগরম হয়েছে রাজ্য-রাজনীতি।

 

সর্বশেষ খবর