সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কানাডায় টিকাবিরোধী বিক্ষোভে সমর্থন ট্রাম্পের

কানাডায় টিকাবিরোধী বিক্ষোভে সমর্থন ট্রাম্পের

কানাডার বিভিন্ন শহরে করোনাভাইরাসের টিকাবিরোধী বিক্ষোভ চলছে। এতে অংশ নিয়েছেন সেই ট্রাকচালকরা। আর এই বিক্ষোভকে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী অটোয়াতে ট্রাকচালকদের ব্লকেড বা অবরোধের ইতি ঘটাতে আরও রিসোর্স চেয়েছেন সেখানকার পুলিশপ্রধান। আলজাজিরা বলছে, হাজার হাজার মানুষ এসব বিক্ষোভে অংশ নিয়েছে শনিবার। তবে বেশির ভাগ বিক্ষোভই শান্তিপূর্ণ। করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা নেওয়ার বিরোধিতায় এসব বিক্ষোভ হয়েছে রাজধানী থেকে। পুলিশ বলেছে, রাজধানী অটোয়াতে শনিবার বিক্ষোভ করেছেন প্রায় ৫ হাজার মানুষ। অন্যদিকে কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোতে জমায়েত হয় কয়েকশ মানুষ। আরও বিক্ষোভ হয়েছে কুইবেক সিটি, ফ্রেডেরিকটন এবং উইনিপেগে। টরন্টোর বিক্ষোভে অংশ নেওয়া রবার্ট বলেছেন, বড় একটি ‘জেলখানায়’ ভীতির মধ্য দিয়ে আমাদের রাখায় আমরা অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে জাস্টিন ট্রুডোর কঠোর নীতির বিরুদ্ধে ট্রাকচালকদের এই বিক্ষোভে এরই মধ্যে সমর্থন দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, কভিডের টিকা নেওয়া বাধ্যতামূলক করে উন্মাদের কাজ করেছেন ট্রুুডো। এর মধ্য দিয়ে ট্রুডো কানাডাকে ধ্বংস করে দিয়েছেন।

সর্বশেষ খবর