সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পোল্যান্ডে পৌঁছাল মার্কিন সেনাদের প্রথম দল

রুশ-ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যেই শনিবার পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন সেনাদের প্রথম দল। পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করার লক্ষ্যেই তাদের সেখানে পাঠানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রেজেসো সামরিক ঘাঁটিতে পৌঁছেছে মার্কিন সেনারা। পোল্যান্ডের সামরিক সূত্র জানিয়েছে, ছোট একটি উড়োজাহাজে করে ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন সেনারা। টিভি ফুটেজে দেখা গেছে, নিকটবর্তী শহর জাসিওনকায় অস্থায়ী আবাসন প্রস্তুত করা হচ্ছে। পোলিশ বাহিনীর একজন মুখপাত্র জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী, মার্কিন বাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকে ব্রিগেড ব্যাটল গ্রুপের প্রথম ফোর্স পোল্যান্ডে পৌঁছেছে। এর আগে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনাকে ঘিরে গত বুধবার পূর্ব ইউরোপে আরও তিন হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দুই হাজার সেনাকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েন করা হবে। এরই মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের কিছু সেনাসদস্যকে জার্মানিতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর