শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সৌদি নারীরা ট্রেনও চালাবেন

৩০ পদে আবেদন ২৮ হাজার

সৌদি আরবের নারীরা এবার ট্রেনও চালাবেন। দেশটিতে ৩০ নারী ট্রেনচালকের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে আবেদন করেছেন অন্তত ২৮ হাজার প্রার্থী। খবরে বলা হয়েছে, রক্ষণশীল দেশটির নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে কাজের চাহিদা বেড়েছে। স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে গণমাধ্যমকে জানিয়েছে, প্রার্থীদের যোগ্যতা অনলাইনে যাচাই করা হবে। তাদের শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতা দেখার পর প্রার্থী সংখ্যা অন্তত অর্ধেক কমে যাবে।

বছর পাঁচেক আগেও দেশটিতে কেউ ব্যক্তিগত গাড়ি চালাতে পারতেন না। কারণ কোনো অনুমতি ছিল না। ২০১৮ সালে প্রথম দেশটিতে নারীরা গাড়ি চালানোর অনুমতি পান। আর এবার ট্রেন চালাতে পারবেন। আগামী মার্চের মাঝামাঝি প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই শেষ হবে বলে জানিয়েছে স্প্যানিশ রেলওয়ে অপারেটর। রেলওয়ে অপারেটর রেনফে জানিয়েছে, ৩০ যোগ্য প্রার্থী চাকরি পাওয়ার পর তারা পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে পরিচালিত বুলেট ট্রেন চালাবেন।

 নতুন চালকদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে সৌদিতে তাদের ৮০ জন পুরুষ ট্রেনচালক রয়েছে।

সর্বশেষ খবর