রবিবার, ১৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

রুশ প্রমোদতরী জব্দ করল ইতালি

রুশ প্রমোদতরী জব্দ করল ইতালি

রাশিয়া ও দেশটির ধনী নাগরিকদের ওপর এখন নানাভাবে নিষেধাজ্ঞা দিয়ে চলেছে বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় রাশিয়ার ধনকুবের আন্দ্রে মেলনিশেঙ্কোর ৫৩০ কোটি ইউরো মূল্যের প্রমোদতরী জব্দ করেছে ইতালি কর্তৃপক্ষ। 

১৪৩ মিটার দৈর্ঘ্যরে প্রমোদতরীটি উত্তর ইতালিতে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এদিকে মারিওপোলের ঐতিহাসিক সুলতান সুলেইমান মসজিদে রাশিয়ার সেনারা গোলা বর্ষণ করেছে বলে দাবি করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মসজিদটিতে ৮০ জন বেসামরিক নাগরিব আশ্রয় নিয়েছেন। মন্ত্রণালয়টির টুইটে বলা হয়, ‘মারিওপোলের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সুলতান সুলেইমান মসজিদে রাশিয়ার আগ্রাসনকারীরা গোলাবর্ষণ করেছে। যেখানে গোলবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জন আশ্রয় নিয়েছিলেন।

সর্বশেষ খবর