শিরোনাম
মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পুতিনের বন্ধু ফের হাঙ্গেরির প্রধানমন্ত্রী

পুতিনের বন্ধু ফের হাঙ্গেরির প্রধানমন্ত্রী

ভিক্টর অরবান

সাধারণ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দেশটির জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবান। রবিবারের এই ভোটে ভিক্টর অরবানের ফিদেজ পার্টি জয়ী হওয়ায় টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকছেন তিনি।  ২০১০ সাল থেকে হাঙ্গেরির ক্ষমতায় আছেন তিনি। ইউরোপে পুতিনের বন্ধু হিসেবেও পরিচিত তিনি। ভিক্টর অরবান রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষেই কথা বলেননি। তবে তার মৌন সমর্থন রাশিয়ার পক্ষেই আছে। ইউক্রেনের সঙ্গে সীমান্ত আছে হাঙ্গেরির। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউক্রেনের নাগরিক এই দেশটিতে আশ্রয় নিয়েছে। যার সংখ্যা পাঁচ লক্ষাধিক। প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বদলে দেশটির মানুষকে সাহায্য করছে হাঙ্গেরি। এর মাধ্যমে যুদ্ধ থেকে হাঙ্গেরি নিজেদের দূরে সরিয়ে রেখেছে।

সর্বশেষ খবর