বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মারিউপোলে রাসায়নিক অস্ত্রের ব্যবহার!

ইউক্রেনের এমপি ইভান্না ক্লিমপুশ দাবি করেছেন, ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে এক অজানা রাসায়নিকের সন্ধান মিলেছে। বাতাসের সঙ্গে ওই রাসায়নিক মেশার ফলে মানুষের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে। চলাফেরা করতেও সমস্যা হচ্ছে। রাশিয়া ওই রাসায়নিক ব্যবহার করেছে বলে অভিযোগ উঠছে। ইউক্রেনের এই দাবির পর পেন্টাগন জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আগেই তারা রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে সতর্ক করেছিল। মারিউপোলে রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, অন্যদের সঙ্গে তারাও এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তার বক্তব্য, রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়ে থাকলে তার সব দায় ভ্লাদিমির পুতিন এবং তার প্রশাসনকে নিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সোমবার সন্ধ্যায় দাবি করেছেন, রাশিয়া সম্ভবত রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তবে নিশ্চিত করে তিনি কিছু বলেননি।

মারিউপোলে ১০ হাজার বেসামরিক নিহত : মারিউপোলে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন শহরটির মেয়র। রাশিয়ার এখন একমাত্র টার্গেটে পরিণত হয়েছে পূর্ব ইউক্রেন এবং এ অঞ্চলের সবচেয়ে বড় শহর মারিউপোল। কৌশলগত দিক থেকে মারিউপোল রাশিয়ার জন্য অত্যন্ত জরুরি। তা এই শহর দখলে ইউক্রেনে পাঠানো সব শক্তি জড়ো করছে দেশটি। রুশ গণমাধ্যম গুলো বলছে, পতনের দ্বারপ্রান্তে রয়েছে মারিউপোল। এমন সময়েই এত বেশি মানুষের মৃত্যুর কথা দাবি করলেন শহরটির মেয়র।

সর্বশেষ খবর