রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাধা সত্ত্বেও আল আকসায় প্রার্থনায় লাখো ফিলিস্তিনি

পবিত্র রমজান মাসেও আল আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু ইসরায়েলের প্রতিরোধের মুখেও ভয় না পেয়ে ফিলিস্তিনিরা সেখানে প্রতিবাদ করে যাচ্ছেন। এদিকে রমজানের তৃতীয় শুক্রবারে সব বাধা পেরিয়ে আল আকসায় নামাজ আদায় করেছেন প্রায় দেড় লাখ মুসল্লি। জেরুজালেম ইসলামিক ওয়াক্ফ এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার ফজরের নামাজের পরপরই ওই মসজিদে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সে সময় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩১ ফিলিস্তিনি আহত হন। এর মধ্যে তিন সাংবাদিকও রয়েছেন।

বিভিন্ন স্থান থেকে আল আকসায় নামাজ আদায় করতে আসা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েল পুলিশের দাবি, ফিলিস্তিনিরা পাথর ছুড়ে মারার পর তারা সেখানে অভিযান শুরু করেছে। শুক্রবার নামাজরত মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসও ছুড়ে মারা হয়েছে। গত সপ্তাহে ইহুদিদের উৎসব চলাকালে পুলিশ ইসরায়েলিদের সুরক্ষা দিয়ে আল আকসা মসজিদে প্রবেশ করতে দিয়েছে। অবৈধ দখলদারদের এ অনুপ্রবেশের ফলে মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে প্রায় প্রতিদিনই সংঘর্ষ ঘটছে।

সর্বশেষ খবর