রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে সামরিক হিসাব-নিকাশে নতুন করে ভাবাতে বাধ্য করছে। হু হু করে সামরিক ব্যয় বাড়াচ্ছে অনেক দেশ। এরমধ্যে গতকাল সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই), দেশগুলো সামরিক ব্যয়ের খতিয়ান তুলে ধরেছে। যদিও এটি গত বছরের। এসআইপিআরআই তাদের গবেষণায় বলেছে, ২০২১ সালে সামরিক খাতে ব্যয়ে শীর্ষ পাঁচ দেশ হলো যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য ও রাশিয়া। গবেষণা বলছে, করোনাভাইরাস মহামারির মধ্যে অর্থনীতি সংকুচিত হলেও বিশ্বজুড়ে সামরিক ব্যয় বেড়েছে। গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছিল ৮০ হাজার ১০০ কোটি ডলার। সামরিক ব্যয়ে বিশ্বে রাশিয়ার অবস্থান পঞ্চম। গত বছর দেশটির সামরিক ব্যয় ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৯০ কোটি ডলারে ঠেকেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটি ২৯ হাজার ৩০০ কোটি ডলার ব্যয় করেছে। সামরিক ব্যয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে আছে ভারত। খাতে ৭ হাজার ৬৬০ কোটি ডলার ব্যয় করেছে। যুক্তরাজ্য গত বছর দেশটির সামরিক ব্যয় ৩ শতাংশ বাড়িয়ে সৌদি আরবকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে।