বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

দুই বছরের মধ্যে তৃণমূল বাংলা থেকে বিদায় : শুভেন্দু

শুভেন্দু অধিকারী একসময় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নীতিনির্ধারক পর্যায়ের নেতা ছিলেন। তবে এখন তিনি পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা। পশ্চিমবঙ্গে বিজেপির এই বিধায়ক বললেন, আর মাত্র দুই বছরের মধ্যেই এই বাংলা থেকে বিদায় হবে তৃণমূল সরকার। সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার আলাদাভাবে অনুষ্ঠিত দুটি জনসভায় এই কথা বলেছেন শুভেন্দু।

ভারতের মহারাষ্ট্রে বিজেপিবিরোধী ক্ষমতাসীন সরকার ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে শুভেন্দু গতকাল বলেন, পতন শুরু হয়েছে মহারাষ্ট্র থেকে। সেখানেও পতন হবে শিবসেনা-কংগ্রেস-এনসিপির নেতৃত্বাধীন জোট সরকারের। আর আমরাই ২০২৪ সালেই বিসর্জন দেব এই রাজ্যের তৃণমূল সরকারকে। তার পরে পতন হবে ঝাড়খন্ড ও রাজস্থানেও। শুভেন্দু বলেন, রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ। বিশেষ করে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ঘুষ নিয়ে স্কুল-কলেজের শিক্ষকদের চাকরির তথ্য ফাঁস হয়ে পড়ায় কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল সরকার। অবশ্য তার এই মন্তব্যের পর পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছে তৃণমূলও। দলটি বলছে, বাংলায় তো ২০২১ সালে বিজেপি যোগ্য জবাব পেয়েছে। বাকিটুকু পেয়ে যাবে ২০২৪ সালে। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু ঝুলি থেকে বিড়ালটা নিজেই বের করলেন। টাকা দিয়ে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে এভাবেই বিজেপি বিভিন্ন রাজ্যে বিরোধীদের সরকার ফেলার জন্য কলকাঠি নাড়া শুরু করেছে।

 

সর্বশেষ খবর