বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪৬ অভিবাসীর লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে একটি লরির ভিতর থেকে কমপক্ষে ৪৬ জন অভিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওতে স্থানীয় সময় সোমবার এসব লাশ উদ্ধার করা হয়। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, এটি মার্কিন-মেক্সিকো সীমান্তে মানব পাচারের সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যেই একটি বলে মনে হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রেকর্ড সংখ্যক অভিবাসীর সীমান্ত পার হওয়ার খবর পাওয়া গেছে। সান আন্তোনিওর কেএসএটি টেলিভিশন জানায়, শহরের দক্ষিণ কোণে একটি প্রত্যন্ত এলাকায় রেলপথের পাশে লরিটি পাওয়া গেছে। সান আন্তোনিওর ডিস্ট্রিক্ট ৪-এর প্রতিনিধি রোচা গার্সিয়া সোমবার রাতে আরও জানান, ১৬ জন অভিবাসীকে ট্রাক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেথোডিস্ট হেলথ কেয়ারের একজন মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে তিনজনকে মেথোডিস্ট হাসপাতালে নিয়ে আসা হয়; তাদের অবস্থা স্থিতিশীল।

সর্বশেষ খবর