বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

ফিলিপাইনে নোবেলজয়ীর সংবাদমাধ্যম বন্ধের নির্দেশ

নোবেলজয়ী শান্তি পুরস্কারজয়ী সাংবাদিক মারিয়া রেসা প্রতিষ্ঠিত অনুসন্ধানী সংবাদমাধ্যম র‌্যাপলার আবারও বন্ধের নির্দেশ দিয়েছে ফিলিপাইনের সরকার। দেশটিতে যে গুটিকয় সংবাদমাধ্যম প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সরকারের সমালোচনা করার সাহস দেখাতে পেরেছে, তাদের মধ্যে র‌্যাপলার অন্যতম। দুতের্তে নতুন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বংবংয়ের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ মুহূর্তে র‌্যাপলার বন্ধের এই আদেশ এলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। র‌্যাপলার জানিয়েছে,  তারা তাদের অফিস বন্ধ করবে না, বরং সরকারের ওই নির্দেশের বিরুদ্ধে আদালতে যাবে। বছর চারেক আগেও একবার সংবাদমাধ্যমটি বন্ধের নির্দেশ দিয়েছিল দেশটির নিয়ন্ত্রক সংস্থা। মারিয়া রেসা গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা কাজ চালিয়ে যাব। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করব এবং অধিকারের জন্য লড়ে যাব। আমাদের অবস্থান আমরা ধরে রাখব।’

বিবিসি লিখেছে, ২০১৮ সালে প্রথম র‌্যাপলারের লাইসেন্স অবৈধ ঘোষণা করে আদেশ জারি হয়েছিল। কারণ হিসাবে বলা হয়েছিল, সংবাদমাধ্যমটি একটি বিদেশি সত্তার কাছে নিজেদের স্বত্ব বিক্রি করেছে, যার ফলে ফিলিপাইনের মিডিয়াতে বিদেশি মালিকানার বিধিনিষেধ লঙ্ঘন হয়েছে। র‌্যাপলার তখন থেকেই লড়ে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের অর্থায়ন নিয়ে ফিলিপিন্সের আইন ভঙ্গ করার কথা তারা অস্বীকার করে আসছে।

সর্বশেষ খবর