মার্কিন স্বাধীনতা দিবস ছিল সোমবার। দিবসটি উপলক্ষে শিকাগোর শহরতলিতে প্যারেডের আয়োজন করা হয়। প্যারেড শুরু হতেই একটি দোকানের ছাদ থেকে গুলি চালায় এক বন্দুকধারী। এতে নিহত হয়েছেন অন্তত ছয়জন। গুলিবিদ্ধের সংখ্যা ২৪। অভিযুক্ত বন্দুকধারীর নাম রবার্ট ক্রিমো, বয়স ২২ বছর। এক ঘণ্টা ধরে খোঁজ করে তাকে ধরা হয়। এই ঘটনা ঘটেছে হাইল্যান্ড পার্ক নামে একটা অঞ্চলে। সেখানে মূলত বিত্তবানেরা থাকেন। মার্কিন জনগণের এখন ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে গুলিবর্ষণ। স্কুলে, শপিং মলে, চার্চে, দোকানে সর্বত্রই চলছে এই বিভীষিকা। এবার স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি চলল।
মার্কিন পুলিশ জানিয়েছে, একটি গাড়িকে ধাওয়া করেই ক্রিমোকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে ক্রিমো নিজেকে মিউজিশিয়ান হিসেবে তুলে ধরতে চেয়েছিল। পুলিশ জানিয়েছে, ক্রিমোর অনলাইন পোস্টগুলো ছিল রীতিমতো হিংসাত্মক। যা বন্দুকবাজের মাহাত্ম্য তুলে ধরা হয়। পাশাপাশি গুলি করে হত্যার কথা বলেছিল ক্রিমো। তার একটি ইউটিউব চ্যানেলও আছে। তবে সোমবার রাত থেকে দুটোতেই নিস্ক্রিয় ছিল ক্রিমো-তাতেই পুলিশের সন্দেহ বেড়ে যায়। পুলিশ জানিয়েছে নিহত ৬ জনের মধ্যে ৫ জনই ঘটনাস্থলে মারা যান। একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছে এখনো বন্দুক হিংসার বিরুদ্ধে তিনি হাল ছাড়ছেন না। এটি একটি মহামারিতে পরিণত হয়েছে। তাই এর বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। তিনি শেষ পর্যন্ত দেখবেন বলেও জানিয়েছেন।