মাঙ্কিপক্সের সংক্রমণ বিশ্বজুড়েই বাড়ছে। সমকামীদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা দিচ্ছে বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। পরিস্থিতি সামাল দিতে সমকামিতায় লাগাম টানার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে হু প্রধান বলেন, ‘যে পুরুষরা সমকামী তাদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। আপনারা এই মুহূর্ত থেকে যৌনসঙ্গী কমান। নতুন সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টিও পুনর্বিবেচনা করুন।’
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, মাঙ্কিপক্সে আক্রান্ত ৯৮ শতাংশ মানুষ সমকামী অথবা উভকামী। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন, যে কেউই এই রোগে আক্রান্ত হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭৮টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭০ শতাংশ ইউরোপে ও ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে। গত মে মাস থেকে এ পর্যন্ত মাঙ্কিপক্সে পাঁচজনের মৃত্যু হয়েছে।