শিরোনাম
বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানে কপ্টার দুর্ঘটনায় জেনারেলসহ ছয় কর্মকর্তা নিহত

পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় একজন লেফটেনেন্ট জেনারেলসহ ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত লে. জেনারেলের নাম সরফরাজ আলী। কয়েক সপ্তাহ ধরে বেলুচিস্তানের বন্যাকবলিত জেলাগুলোয় হেলিকপ্টার নিয়ে নানা সরঞ্জামসহ সেনা সদস্যরা নিয়োজিত রয়েছেন। লে. জেনারেল সরফরাজ ওই ত্রাণ কার্যক্রমের তদারকি করছিলেন। নিহত অন্যদের মধ্যে ছিলেন দুইজন ব্রিগেডিয়ার ও দুজন মেজর র‌্যাংকের কর্মকর্তা। অন্যজন নায়েক। সোমবার রাতে কোয়েটা থেকে করাচির দিকে যাওয়ার সময় ওই হেলিকপ্টারটি নিখোঁজ হয়। পরে বিধ্বস্ত অবস্থায় সেটিকে উদ্ধার করা হয়। হেলিকপ্টারটিতে ওই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা অবস্থান করছিলেন।

পরে হেলিকপ্টারটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয়, তখন এটি বেলুচিস্তান প্রদেশের উপকূলীয় জেলা লাসবেলায় ছিল। পরে বিধ্বস্ত অবস্থায় হেলিকপ্টারটি উদ্ধার করা হয়। তবে জায়গাটি ছিল দুর্গম। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। সেনাপ্রধান জেনারেল বাজওয়া, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সর্বশেষ খবর