ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বিকালে দিল্লিতে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে তা কিছুই জানানো হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, কেন্দ্রের কাছ থেকে বিভিন্ন খাতে বকেয়া পাওনা নিয়ে কথা হয় মোদি-মমতার। কেন্দ্রকে সেই বকেয়া দ্রুত পরিশোধ করার দাবি জানান মমতা। মমতার বক্তব্য, এই বিপুল পরিমাণ অর্থ না পাওয়ার কারণে একদিকে যেমন মন্ত্রণালয় চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে, ঠিক তেমনি রাজ্য মানুষের পরিষেবা প্রদান করাও কঠিন হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রীর কাছে মমতার দাবি ছিল, তিনি যেন এসব বিষয় গুরুত্ব সহকারে দেখেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে অবিলম্বে এই তহবিল প্রদানের ব্যবস্থা করেন।