শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলটই...

মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলটই...

সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাচ্ছিক ইথিওপিয়ান এয়ারলাইনসের বিমান। কিন্তু ঠিক সময়ে ল্যান্ড করতে পারেনি সেটি, কারণ বিমানের দুই পাইলটই নাকি ঘুমিয়ে পড়েন! তাঁরা যখন ঘুমিয়ে পড়েন তখন বিমানটি মাটি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায়। অটোপাইলট মোড সক্রিয় থাকায় সেটি সোজা উড়তে থাকে।

জানা গেছে, বোয়িং ৭৩৭ বিমানটি আদ্দিস আবাবার বিমানবন্দরের কাছে এসেছিল কিন্তু তার আর অবতরণ করা হয়নি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনো সাড়া মেলেনি। অবতরণের পরিবর্তে সেটা যখন বিমানবন্দর পেরিয়ে চলে যায় তখন অটোপাইলট ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই বিমানের অ্যালার্ম বেজে ওঠে এবং ঘুম ভাঙে দুই পাইলটের। তাঁরা ফের বিমান ঘুরিয়ে উলটো পথে ফিরে আসেন এবং নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর ল্যান্ড করেন। এভিয়েশন সারভেইল্যান্স সিস্টেম এডিএস-বির ডেটা পরিষ্কার দেখিয়েছে, বিমানটি অবতরণের রানওয়ে পেরিয়ে আরও অনেকটা চলে গিয়েছিল এবং পরে ফিরে আসে। এভিয়েশন অ্যানালিস্ট অ্যালেক্স ম্যাকেরাস এ ঘটনার কথা টুইটারে শেয়ার করেছেন এবং বিষয়টিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন।

 

সর্বশেষ খবর