শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সন্ত্রাসবাদের মামলায় জামিন বাড়ল ইমরান খানের

সন্ত্রাসবাদের মামলায় জামিন বাড়ল  ইমরান খানের

পুলিশের দায়ের করা সন্ত্রাসবাদ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে এই মাসের শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইমরানের এক বক্তৃতাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রী গতকাল সশরীরে হাজির হওয়ার কিছু সময় পর আদালত তার জামিনের মেয়াদ বাড়ায়।

ইমরানের আইনজীবী ও তার রাজনৈতিক সহযোগী বাবর আওয়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন হয়েছে। এরপর আইনজীবীরা জামিনের মেয়াদ ফের বাড়াতে আবেদন করবেন। যে বক্তৃতার জন্য মামলাটি হয়েছে, গত সপ্তাহের ওই বক্তৃতায় ‘ভুল কিছু বলা হয়নি’ দাবি করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির শীর্ষ নেতা তার অবস্থানে অনড় রয়েছেন।

শুক্রবার দেওয়া এক ভাষণে ইমরান খান এক পুলিশ কর্মকর্তা ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে।

আদালতের রায়ের আগের ঘটনাবলী পুলিশ ও খান সমর্থকদের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল।

সর্বশেষ খবর