শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নাজিব রাজকীয় ক্ষমা পেতে পারেন

মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, দুর্নীতির মামলায় ১২ বছরের সাজা থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ‘খুব সম্ভবত’ রাজকীয় ক্ষমা পেতে পারেন। এ মামলায় খালাস চেয়ে তাঁর করা আপিল চলতি সপ্তাহে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। নাজিবকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিলেন মাহাথির। ২০১৮ সালের নির্বাচনে মাহাথিরের ঐতিহাসিক জয়ের   মধ্য দিয়ে সমালোচিত এই প্রধানমন্ত্রীর পতন হয়। রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের কয়েকশ’ কোটি ডলার তছরুপের অভিযোগ রয়েছে

মাহাথির বলেন, ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১ এমডিবি) নামে পরিচিত রাষ্ট্রীয় তহবিলের কয়েকশ’ কোটি ডলার দুর্নীতির মামলাগুলোর বিচার বিলম্বিত করা ন্যায়বিচার বঞ্চিত করার নামান্তর। ৯৭ বছর বয়সী মাহাথির এক বিবৃতিতে বলেন, ‘কারাদণ্ড হওয়ার পর নাজিবের ক্ষেত্রে যে বিষয় দেখা যাবে, তাঁকে ক্ষমা করে দেওয়া হবে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি।

 

সর্বশেষ খবর