পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে। এ অবস্থায় ক্ষুব্ধ বিক্ষোভকারীদের উদ্দেশে এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে কঠোর সতর্কবার্তায় ইরানের সেনাবাহিনী বলেছে, জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তারা ‘শত্রুদের মোকাবিলায়’ নামবে।
‘অনুপযুক্ত পোশাক’ পরার দায়ে গত সপ্তাহে নীতি পুলিশের হাতে আটক হওয়ার পর ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর ঘটনাকে ঘিরে ইরানজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে গতকাল তারা এ হুঁশিয়ারি দিল। রয়টার্স বলেছে ইরান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ধরনের মরিয়া কর্মকাণ্ড হচ্ছে ইসলামী শাসনব্যবস্থাকে দুর্বল করতে শত্রুদের শয়তানি কৌশলের অংশ। অন্যায়ভাবে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে শত্রুদের বিভিন্ন চক্রান্ত মোকাবিলা করব আমরা।’
মাশা আমিনির মৃত্যুকে ঘিরে সৃষ্ট অস্থিরতা ২০১৯ সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হওয়া বিক্ষোভের পুনরুত্থান ঘটাতে পারে ভয়ে আছে ইরানের শাসকরা। সেবারের বিক্ষোভ-সহিংসতায় দেড় হাজার লোকের মৃত্যুর খবর দিয়েছিল রয়টার্স।