বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরও ৪৪ জন। এ বছরে পশ্চিম তীরে এটি সবচেয়ে বড় হামলার ঘটনা। শুধু চলতি বছর এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন। জেনিনে হামলার ব্যাপারে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত এপ্রিলে তেল আবিবে ফিলিস্তিনিদের হামলায় তিনজন ইসরায়েলি নিহত হন। ওই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে জেনিনে কথিত অভিযান চালায় তারা। কিন্তু তাদের ওপরই বিস্ফোরক ও গুলি ছোড়া হয়। এতে পাল্টা গুলি ছুড়লে চারজন নিহত হন। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের হামলায় নিহত হয়েছেন আব্দেল আল রহমান খাজাম নামে একজন। যার ভাই রাইদ খাজাম গত এপ্রিলে তেল আবিবে হামলা চালিয়েছিল এবং পরের দিন ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নিহত অন্য তিনজন হলেন মোহাম্মদ আওলানা, আহমেদ নাজমি আলওয়ানে এবং মোহাম্মদ আবু নাসে’হ। ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত সংগঠন দ্য ডেনস অব লায়নসও বলেছে, গতকাল তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের একজন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনীতে কাজ করতেন। ১৯৯০-এর দশক থেকে ইসরায়েলের সঙ্গে অন্তর্র্বর্তী চুক্তির আওতায় পশ্চিম তীরে সীমিত আকারে নিজেদের শাসনকার্য চালাচ্ছে পিএ। নিরাপত্তা জোরদারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পিএকে চাপ দিয়ে যাচ্ছে। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনা স্থবির হয়ে যাওয়ার পর পিএ অভিযোগ করেছে, ইসরায়েল তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া আলোচনা ২০১৪ সালে স্থবির হয়ে যায়। বেশ কয়েকটি এলাকায় বসতি সম্প্রসারণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে সহাবস্থানের বিরোধিতা করে থাকে।

সর্বশেষ খবর