বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানের সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে দূরেই থাকবে : বাজওয়া

পাকিস্তানের সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে দূরেই থাকবে : বাজওয়া

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, রাজনীতি থেকে দূরেই থাকবে দেশের সশস্ত্র বাহিনী। এ বিষয়ে জাতিকে আশ্বস্ত করে তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও দূরেই থাকতে চায়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল এ খবর জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম দ্য ডন। খবরে বলা হয়েছে, মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে জেনারেল কামার জাভেদ বাজওয়া আগামী দুই মাসের মধ্যে নিজের দ্বিতীয় দফার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর চলে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন এবং জানান, তিনি আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন। তিনি বলেন, পাকিস্তানের রুগ্ন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজটি সমাজের সবার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। শক্তিশালী অর্থনীতি ছাড়া জাতি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে না।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষান্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড জেমস অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব জেরেমিয়া সুলিভান এবং ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি রুথ শেরম্যানের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন জেনারেল বাজওয়া। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

 এ সময় পাকিস্তনের সেনাপ্রধান মার্কিন কর্মকর্তাদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর