মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মুলায়ম সিং যাদব মারা গেছেন

কলকাতা প্রতিনিধি

মুলায়ম সিং যাদব মারা গেছেন

ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা, উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব মারা গেছেন। গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি রেখে গেছেন দুই ছেলে অখিলেশ যাদব এবং প্রতীক যাদব, পুত্রবধূ এবং নাতি-নাতনি। গত ২২ আগস্ট থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মূত্রনালিতে সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতা ছিল তাঁর। গত ১ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। গতকাল সকালে সমাজবাদী পার্টির তরফে টুইট করে প্রবীণ নেতার প্রয়াত হওয়ার খবর জানানো হয়। দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মুলায়ম পুত্র তথা রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব লেখেন, ‘আমার বাবা ও সবার প্রিয় নেতাজি আর নেই।’ তাঁর মৃত্যুতে টুইট করে প্রধান শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ।

উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রী লেখেন, ‘মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশ তথা ভারতীয় রাজনীতিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন। শক্তিশালী ভারত গড়তে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও কাজ করেছেন। তাঁর সংসদীয় রাজনীতিতে তাঁর হস্তক্ষেপ ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ এবং জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়ার ওপরও জোর দিয়েছিলেন তিনি।’

সর্বশেষ খবর