বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মালালা ১০ বছর পর আবার পাকিস্তানে

মালালা ১০ বছর পর আবার পাকিস্তানে

মালালা ইউসুফজাই। তখন তাঁর ১৫ বছর বয়স। মেয়েদের শিক্ষার প্রচার করছিলেন বলে তাঁকে গুলি করেছিল পাকিস্তানি তালেবান। তারপর জীবন বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় লন্ডনে। এরপর সেখানেই ১০ বছর ধরে চলছে বসবাস। এরমধ্যে পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। সেই হামলার ১০ বছর পর জন্মভূমি পাকিস্তানে গেলেন মালালা ইউসুফজাই। সেখানে বন্যায় বিপর্যস্ত মানুষদের সঙ্গে দেখা করবেন নোবেলজয়ী। এর ফলে পাকিস্তান আন্তর্জাতিক সাহায্য পাবে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন মালালা ফান্ড। এমন এক সময়ে পাকিস্তানে ফিরলেন মালালা, যখন তাঁর শহর মিনগোরাতে ফের মাথাচাড়া দিয়েছে তালেবানি শাসন। পাকিস্তানে এবারের বর্ষা মৌসুমে অস্বাভাবিক ভারী বর্ষণ হয়েছে। এতে সৃষ্ট বন্যায় দেশটির প্রায় এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে ফসলহানি এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক রেসকিউ কমিটির (আইআরসি) জন্য জরুরি ত্রাণসহায়তা অনুমোদন করে মালালা ফান্ড। মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে জরুরি শিক্ষা পরিষেবা প্রদানেও এ তহবিল ব্যয় করা হবে। মালালা ফান্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত ১০টি সরকারি বালিকা বিদ্যালয়ের সংস্কার ও পুনর্বাসনকাজ করা হবে।

সর্বশেষ খবর