বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মধ্য আয়ের দেশ হিসেবেই থাকতে চায় শ্রীলঙ্কা

এক সময়ের স্বচ্ছল দেশ শ্রীলঙ্কা ইতিহাসের সর্বোচ্চ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপরাষ্ট্রটির মন্ত্রিপরিষদের মুখপাত্র বলেছিলেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থানকে ‘নিম্ন আয়ের দেশে’ শ্রেণিভুক্ত করতে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। তবে প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের কার্যালয় থেকে জানানো হয়েছে, এই মর্যাদা বদল করবে না দেশটি। অর্থাৎ শ্রীলঙ্কা মধ্য আয়ের দেশ হিসেবে থাকবে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, তবে আমরা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে ঋণ পাওয়ার মর্যাদার জন্য বিশ্বব্যাংককে অনুরোধ করব’। বিশ্বব্যাংকের অঙ্গ-সংগঠন আইডিএ দরিদ্র দেশগুলোতে দারিদ্র্য নিরসনে স্বল্প বা বিনা সুদে ঋণ দেয়।

কলম্বোতে অবস্থিত বিশ্বব্যাংকের স্থানীয় কার্যালয় দেশটির অনুরোধের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি রয়টার্সকে। তবে জানিয়েছে, বিশ্বব্যাংক শ্রীলঙ্কা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। মূল অগ্রাধিকার দেওয়া হবে দেনা পুনর্গঠন ও অর্থনৈতিক সংস্কারকে, যাতে করে দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে ফিরতে পারে।  রয়টার্স

সর্বশেষ খবর