মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত । মূল্যস্ফীতি

লাখো মানুষের বিক্ষোভে উত্তাল প্যারিস

ফ্রান্সের রাজধানী প্যারিসে মূল্যস্ফীতি ও সরকারের নীতির বিরুদ্ধে বড় বিক্ষোভ হয়েছে। তিন সপ্তাহ ধরে চলা ধর্মঘটে ফ্রান্সজুড়ে    চলছে তেলের তীব্র সংকট। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে রবিবার বিক্ষোভের ডাক দেন দেশটির বামপন্থিরা। এতে সাড়া দিয়ে ১ লাখ ৪০ হাজার মানুষ জড়ো হন বলে জানিয়েছেন আয়োজকরা। এ খবর দিয়েছে আলজাজিরা।

ফ্রান্সের কট্টর বামপন্থি দল লা ফঁস আসুমিজেঁর নেতা জ্য লুক মিলশঁ, চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া লেখক আনি এরনো পাশাপাশি মিছিল করে এগিয়ে যান। আজ সাধারণ ধর্মঘট ডেকেছেন মিলশঁ। রয়টার্স জানিয়েছে, মিলশঁ চারটি শ্রমিক ইউনিয়নের   কর্মসূচি অনুসরণ করে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। ওই ইউনিয়নগুলোও মজুরি বৃদ্ধির দাবিতে আজ ধর্মঘট ও প্রতিবাদের ডাক দিয়েছে। তবে ফ্রান্সের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন মধ্যপন্থি সিএফডিটি তাদের সঙ্গে যোগ দেয়নি। ফ্রান্সের বাজেট মন্ত্রী গ্যাবরিয়েল আত্তাল বলেছেন, বামপন্থি জোট চলমান পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

সর্বশেষ খবর