মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সংকটেও জ্বালানি তেলের দাম কমাল শ্রীলঙ্কা

সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। সেই দেশেও জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। গতকাল এই সিদ্ধান্ত জানানো হয়। চলতি অক্টোবর মাসে এ নিয়ে দ্বিতীয়বার জ্বালানি তেলের দাম কমাল দেশটির সরকার। শ্রীলঙ্কার অর্থনীতি এ বছর ৯ দশমিক ২ শতাংশ সংকুচিত হবে, বিশ্বব্যাংকের পূর্বাভাসে এমন সতর্কবার্তার পর জ্বালানির দাম কমানো হলো।

জ্বালানিবিষয়ক মন্ত্রণালয় বলেছে, প্রতি লিটার পেট্রোলের দাম ৪০ রুপি কমানো হলো। সোমবার থেকে এক লিটার পেট্রোল বিক্রি হবে ৩৭০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৩ টাকা) করে। চলতি মাসের শুরুতেও দেশটির সরকার প্রতি লিটার পেট্রোলের দাম ১০ শতাংশ কমিয়েছিল।

কিন্তু এখনো দেশটিতে পেট্রোলের দাম গত বছরের শেষ দিকের সংকট শুরুর আগের সময়ের তুলনায় দ্বিগুণ। এ ছাড়া ২০২১ সালের ডিসেম্বর মাসের তুলনায় শ্রীলঙ্কায় এখন প্রতি লিটার ডিজেল সাড়ে তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর