বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার শেহান করুনাতিলকা

বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার শেহান করুনাতিলকা

এবারের ম্যান বুকারের পুরস্কার গেল অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশ শ্রীলঙ্কায়। পুরস্কারটি পেয়েছেন দেশটির লেখক শেহান করুনাতিলকা। অতিপ্রাকৃতিক কাহিনি নিয়ে লেখা বিদ্রƒপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেডা’র জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। ব্রিটেনের রানী ক্যামিলা সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে শেহানের হাতে পুরস্কার তুলে দেন। শেহানের দ্বিতীয় উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেদা’।

 যুদ্ধবিষয়ক মৃত এক ফটোগ্রাফারের মৃত্যুর পরবর্তী জীবনের মিশন নিয়ে এ উপন্যাস। এটি শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময়কার একটি অতিপ্রকৃতি বিষয়ক উপন্যাস। পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড অর্থও পেয়েছেন তিনি। এ অনুষ্ঠানে অন্য ৫ জন লেখক-লেখিকাকে, যারা শর্টলিস্টে ছিলেন- তাদেরকে দেওয়া হয়েছে আড়াই হাজার পাউন্ড করে পুরস্কার।

সর্বশেষ খবর