সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চিলির মহাসড়কে টাকার বৃষ্টি

চিলির মহাসড়কে টাকার বৃষ্টি

দক্ষিণ আমেরিকার দেশ চিলির একটি মহাসড়কে ‘টাকার বৃষ্টির’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে মানুষের মধ্যে  কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মহাসড়কে ‘টাকার বৃষ্টির’ সঙ্গে ডাকাতির ঘটনা জড়িত। ডাকাতদের পুলিশ তাড়া করলে তারা গাড়ি থেকে টাকার ব্যাগ ছুড়ে ফেলে পালায়। এতে মহাসড়কে ‘টাকার বৃষ্টির’ দৃশ্য তৈরি হয়। ডাকাতরা চিলির একটি ক্যাসিনোতে হানা দিয়েছিল। সেখান থেকে তারা বিপুল অর্থ লুট করেছিল। বিবিসি বলছে, ডাকাতরা ১ কোটি চিলিয়ান পেসো লুট করেছিল।

একপর্যায়ে ডাকাতদের ধাওয়া করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতরা গাড়িতে মহাসড়ক ধরে পালাচ্ছিল। পুলিশও পেছনে পেছনে যায়।

ধরা পড়ে যাবে ভেবে ডাকাতরা গাড়ির জানালা থেকে লুটের টাকাভর্তি ব্যাগ মহাসড়কে ছুড়ে মারে। ব্যাগটি মহাসড়কে পড়লে টাকা বেরিয়ে উড়তে থাকে। পরে পুলিশ সদস্যরা টাকাগুলো কুড়িয়ে নেন।

স্কাই নিউজ বলছে, ট্রাফিক ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়েছে। নিউইয়র্ক পোস্ট বলছে, লুট হওয়া অর্থের অধিকাংশই উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর