মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাষ্ট্রপতির রূপ নিয়ে মন্ত্রীর মন্তব্যে ক্ষমা চাইলেন মমতা

কলকাতা প্রতিনিধি

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে পশ্চিমবঙ্গের কারাগার প্রতিমন্ত্রী অখিল গিরি ‘বাজে’ মন্তব্য করায় দুই দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। অবশেষে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মন্ত্রীর অন্যায় কাজের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। দেশের আদিবাসী সমাজ থেকে আসা প্রথম রাষ্ট্রপতিকে নিয়ে এমন একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে একদিকে যেমন অখিল গিরিকে গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি।

গতকাল বিকালে সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘রাষ্ট্রপতিকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি খুবই সম্মানীয়। তার সম্পর্কে অখিলের এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। আমরা এর নিন্দা করছি। ওকে বলে দেওয়া হয়েছে এ ধরনের মন্তব্য যেন আর না করেন। দলের একজন এমএলএর এ মন্তব্যের জন্য আমি খুব দুঃখিত। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী।

সর্বশেষ খবর