রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চীন ও ইরানকে ‘উদ্বেগজনক রাষ্ট্র’ ঘোষণা করল আমেরিকা

চীন ও ইরানকে ‘উদ্বেগজনক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করেছে আমেরিকা। জনগণের ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রদুটিতে এ তালিকায় আনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সই করা বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে ব্লিনকেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকার ও সরকারঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠী কেবল ধর্মবিশ্বাসের অজুহাতে সাধারণ জনগণকে হয়রানি করছে, হুমকি দিচ্ছে, কারাবন্দি করে রাখছে। এমনকি হত্যাও করছে। ‘দেশগুলোর এসব মানবাধিকার লঙ্ঘনসম কর্মকান্ডের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র চুপ থাকতে পারে না। তাই তাদের উদ্বেগজনক রাষ্ট্রের তালিকায় অন্তভুক্ত করা হলো।’ তিনি আরও জানান, উদ্বেগজনক রাষ্ট্রের তালিকায় থাকা কোনো দেশ যদি নিজেদের নাম মুছতে ওয়াশিংটনের সহযোগিতা চায়, সেক্ষেত্রে বাইডেন প্রশাসন থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ খবর