মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
চাঁদে কাজ মিটিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন

প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ল নাসার ওরিয়ন!

প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ল নাসার ওরিয়ন!

রবিবার সকালে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছে সেটি। চাঁদে এই মহাকাশযান যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তা সফল, দাবি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার। রবিবার সকালে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কাছে সমুদ্রে এসে পড়েছে ওরিয়ন। এটি চাঁদের কক্ষপথে ২৬ দিন অবস্থান করে। মিশন শেষে নভোযানটিকে পৃথিবীতে ফেরায়  মার্কিন মহাকাশ সংস্থা নাসা। পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় ওরিয়ন ক্যাপসুলে আগুন ধরে যায়। পরে এটি প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। প্যারাসুটের কারণে শেষদিকে মন্থরগতিতে নেমে আসে নভোযানটি। পরীক্ষামূলক অভিযান হওয়ায় এই নভোযানে কোনো মানুষ ছিল না। অবশ্য পরবর্তী অভিযানে পরিবর্তন আসবে। ওরিয়ন নভোযান দিয়ে আরও জটিল মিশনের পরিকল্পনা করছে নাসা। ২০২৪ সালের শেষ থেকে ২০২৫-২৬ সাল নাগাদ চন্দ্রপৃষ্ঠে আবারও মানুষ পাঠানোর উদ্যোগ শুরু হতে পারে। শেষবারের মতো এটি অর্জিত হয়েছিল আজ থেকে ঠিক ৫০ বছর আগে যখন অ্যাপোলো ১৭-এর নভোচারীরা চন্দ্রপৃষ্ঠে পা রেখেছিলেন। নাসার নতুন এই প্রজেক্টের নাম আর্টেমিস। গ্রিক পুরাণে তিনি অ্যাপোলোর বোন ছিলেন।

নাসার ‘আর্টেমিস ১’ মিশনের ম্যানেজার, মাইক সারাফিন বলেছেন, ‘এই মিশনটি আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। মিশনের সাফল্য এমনই দেখতে হয়।’ ওরিয়ন সমুদ্রে এসে পড়ার পর আমেরিকার সামরিক হেলিকপ্টার এবং কিছু নৌকা মহাকাশযানটির কাছে যায়। প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় ৫ ঘণ্টা ধরে চলে পর্যবেক্ষণ। মহাকাশযানটিকে খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পরই পানি থেকে তা তোলা হয়। আমেরিকার নৌবাহিনীর একটি জাহাজে চাপিয়ে ওরিয়নকে পাঠানো হয়েছে ক্যালিফোর্নিয়ায়।

সর্বশেষ খবর