কঙ্গোর রাজধানী কিনশাসায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৯ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) ও কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গতকাল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রচ- বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদিবন্দর অভিমুখী প্রধান সরবরাহ রুট বন্ধ হয়ে যায়। নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে।
কঙ্গো কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানায়, ‘১৬ ডিসেম্বর এ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। নগরীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যায় কমপক্ষে ২৮০টি ঘরবাড়ি ধসে পড়েছে।’