মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

‘সুপার সোলজার’ তৈরি করছে চীন

‘সুপার সোলজার’ তৈরি করছে চীন

‘সুপার সোলজার’ তৈরি করছে চীন। বিশেষ যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আর চীনের এই উদ্যোগে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দারা। চীন ল্যাবেই তৈরি করবে এই ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘টারমিনেটর’র মতো ‘নতুন প্রজন্মের সেনা’। যার নাম দেওয়া হয়েছে ‘সুপার সোলজার’। মার্কিন গোয়েন্দা বিভাগের উদ্ধৃতি তুলে ধরে চীনের এই নতুন উদ্যোগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। মূলত ডিএনএ সংস্কার, বায়ো ইঞ্জিনিয়ারিং ও উন্নত রোবট কৌশলের সমন্বয়ে সেনাদের মধ্যে ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে চীন। তৈরি এসব সেনাকে শিগগিরই যুদ্ধক্ষেত্রে সাধারণ সেনার মতোই দেখা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সেনার পাশাপাশি চীনের ল্যাবে এমন গাছ-গাছড়াও তৈরি হচ্ছে, যেগুলো নষ্ট হয় না এবং যা থেকে অনেক বেশি পুষ্টি পাওয়া যায়। ‘সুপার সোলজার’ তৈরির তালিকায় চীন ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছে। রাশিয়া গোপনে এই ধরনের সৈন্য তৈরির কাজ শুরু করেছে বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। বিশ্বকে ভয় দেখানোর জন্য দুই বৃহৎ শক্তি এ ধরনের কাজে সক্রিয় হয়েছে বলেও গোয়েন্দাদের দাবি। সূত্রের খবর, ২০২১ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সরকার এই বিষয়ে গবেষণার জন্য ৮০০ মিলিয়ন পাউন্ড অর্থ মঞ্জুর করে। জিনোম প্রযুক্তির সাহায্যে সৈন্যদের ক্ষমতা বৃদ্ধির ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এই অর্থ মঞ্জুর করা হয়েছিল। ব্রিটেনের পাশাপাশি আমেরিকা গবেষণা সংস্থা ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সিও এই ধরনের কাজ করছে। যাদের লক্ষ্য হলো, সৈন্যদের মনকে চালিত করে তাঁদের নিষ্ঠুর থেকে আরও নিষ্ঠুর করে তোলা।

সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান জন র‌্যাডক্লিফ চীনের বিশেষ ক্ষমতাসম্পন্ন সেনা তৈরি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ধরনের সেনা তৈরিতে যে কৌশলটি ব্যবহার করা হচ্ছে, তাকে ক্লাস্টারড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিনড্রোমিক রিপিট বলা হয়ে থাকে। তিনি আরও বলেন যে এই ধরনের বিশেষ ক্ষমতা সম্পন্ন সৈন্যরা যুদ্ধক্ষেত্রে পৌঁছালে হত্যাকান্ড ঘটাবে। স্বাভাবিক জীবনেও তাঁরা হৃদয়হীন হয়ে পড়বে।

সর্বশেষ খবর