ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে তার বার্ষিক বড়দিনের বার্তায় বলেছেন, ‘বিশ্ব শান্তির আকালে ভুগছে। ইউক্রেনে কা জ্ঞানহীন যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি।’ ‘খাবারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের’ নিন্দাও জানিয়েছেন পোপ। ইউক্রেন থেকে বিশ্বে প্রায় ৩০ শতাংশ গম রপ্তানি হয়। দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর গমের দাম লাফিয়ে বেড়েছে। পোপ হওয়ার পর থেকে ১০তম বড়দিনে ফ্রান্সিস এই ভাষণ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। তার ১০ মিনিটের এই ভাষণের বড় অংশ জুড়েই ছিল ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। তিনি বলেছেন, ‘যদিও পশুরা তাদের জায়গায়ই খাবার খায়, কিন্তু আমাদের পৃথিবীতে নারী-পুরুষ (মানুষ) সম্পদ ও ক্ষমতার ক্ষুধায় তাদের প্রতিবেশীদের গ্রাস করে। এমনকি তাদের মা ও বোনদেরও।’ শনিবার অনুষ্ঠানে হুইলচেয়ারে গির্জায় প্রবেশ করেন ৮৬ বছর বয়সী ফ্রান্সিস। তিনি বলেছেন, ‘যদিও পশুরা তাদের জায়গায়ই খাবার খায়, কিন্তু আমাদের পৃথিবীতে নারী-পুরুষ (মানুষ) সম্পদ ও ক্ষমতার ক্ষুধায় তাদের প্রতিবেশীদের গ্রাস করে। এমনকি তাদের মা ও বোনদেরও।’ শনিবার অনুষ্ঠানে হুইল চেয়ারে গির্জায় প্রবেশ করেন ৮৬ বছর বয়সী ফ্রান্সিস