ইউক্রেনের খেরসনে শহরে ফের বিমান হামলা রাশিয়ার। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নমনীয় মনোভাব প্রকাশের মধ্যেই এই হামলা চালানো হল। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে খেরসন শহরের কেন্দ্রীয় এলাকার আবাসিক ও প্রশাসনিক ভবন। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে রাশিয়ার দখলে থাকা একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসন গত মাসে ইউক্রেন বাহিনী মুক্ত করে। তারপর থেকে প্রায়ই ওই এলাকায় হামলা চালাচ্ছে রাশিয়া। এলাকায় কোনো সামরিক স্থাপনা ছিল না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।