সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মিয়ানমারে কারা দাঙ্গায় পালাল ৭০ বন্দি

মিয়ানমারের পশ্চিমে ইয়াঙ্গুনের একটি কারাগারে অভ্যন্তরীণ দাঙ্গায় এক বন্দি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৬০ জনেরও বেশি। শনিবার দেশটির সেনাবাহিনীর তরফে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে কারারক্ষীরা একজন বন্দির কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর পরই পাথেইনের কারাগারে দাঙ্গা শুরু হয়। শুক্রবার সকালে প্রায় ৭০ জন বন্দি তাদের সেল থেকে পালিয়ে যান। মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, বন্দিরা নিরাপত্তা বাহিনীর ওপর লাঠি, ইট এবং সিমেন্টের টুকরো দিয়ে আক্রমণ করে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সূত্রের খবর, মৃত্যু হয়েছে এক বন্দি এবং দুই পুলিশ কর্মীর। আহত হয়েছেন ৯ প্রহরীসহ ৬৩ জন বন্দি। ঘটনার তদন্ত চলছে।

সর্বশেষ খবর