মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ ইসরায়েলের

ইসরায়েলের নতুন কট্টর-ডানপন্থি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফিলিস্তিনের ওপর নতুন করে নির্যাতন শুরু করেছে। একই সঙ্গে গতকাল কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যাভির জনসমাগমস্থল থেকে ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন। এর কয়েকদিন আগে তিনি নিয়ম অমান্য করে মসজিদে প্রবেশ করেন। তা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

জনসমাগমস্থলে ফিলিস্তিনের পতাকা থাকা ইসরায়েলের আইনানুযায়ী অবৈধ নয়। ৩০ বছর কারা ভোগের পর গত সপ্তাহে মুক্তি পান এক ফিলিস্তিনি। তাকে বীরোচিত সংবর্ধনা দেয়। ওই ঘটনার পরই ফিলিস্তিনি পতাকা সরানোর এই নির্দেশ এলো।

 

 

সর্বশেষ খবর