শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কাবুলে আইএসের আত্মঘাতী হামলায় নিহত ৫

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলের নিকটবর্তী একটি হাসপাতাল বলেছে, বুধবারের এ বিস্ফোরণে ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, কর্মকর্তারা নিহতের সংখ্যা পাঁচ বলে নিশ্চিত করেছেন। হামলার দায় নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য এক ইতালীয় এনজিওর প্রতিষ্ঠিত অস্ত্রোপচার কেন্দ্র হাসপাতাল জানিয়েছে, বিস্ফোরণের পর ৪০ জনেরও বেশি আহতকে ভর্তি করেছেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ এবং পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ এ হামলার নিন্দা করেছে। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বলে রয়টার্সের দাবি করা বিস্ফোরণস্থলের একটি ছবিতে অন্তত নয়জনকে মৃত অথবা আহত অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে পড়ে থাকতে দেখা গেছে।

সর্বশেষ খবর