শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বয়স ১১৫, একবারও হাসপাতালে যাননি এই নারী

বয়স ১১৫, একবারও হাসপাতালে যাননি এই নারী

স্পেনের মারিয়া ব্রায়াস মোরেরার বয়স ১১৫ বছর। নাতিপুতির মুখ দেখেছেন। এই বয়সেও দিব্যি সুস্থ-সবল আছেন তিনি। অবাক করা বিষয় হলো, শতবর্ষ পেরোনো এই নারীকে অসুস্থতা নিয়ে কখনোই হাসপাতালে যেতে হয়নি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন ফ্রান্সের লুসিল হান্দোঁ। গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি নার্সিং হোমে ১১৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। তিনি সিস্টার আন্দে্রঁ হিসেবে পরিচিত ছিলেন। লুসিলের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি পেতে পারেন স্পেনের মারিয়া। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের জ্যেষ্ঠ পরামর্শক রবার্ট ডি ইয়াং বলেন, মারিয়ার বয়স হয়েছে ১১৫ বছর। ফরাসি লুসিল হান্দোঁর মৃত্যুর পর স্পেনের মারিয়াকে সবচেয়ে বয়স্ক মানুষের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে গিনেস কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর