রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আলোয় ঢেকে যাচ্ছে আকাশের তারা

আলোয় ঢেকে যাচ্ছে আকাশের তারা

মানুষের চোখের সামনে থেকেই রাতের আকাশ থেকে বিভিন্ন নক্ষত্র হারিয়ে যাচ্ছে। এমনই সতর্কবার্তা দিয়েছেন জোতির্বিদরা। নতুন এক গবেষণা অনুযায়ী, প্রতি বছর রাতের আকাশের উজ্জ্বলতা ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এর মানে, এক সময় দৃশ্যমান ছিল এমন বিশাল সংখ্যক তারা এখন জোতির্বিদ ও মানুষের দৃষ্টিতে রয়ে যাচ্ছে ‘আলোর আড়ালে’। বিজ্ঞানীরা বলছেন, কোনো শিশু আকাশে থাকা আড়াইশ তারার অধীনে জন্ম নিলে নিজের ১৮তম জন্মদিনে তিনি কেবল একশটি তারা দেখতে পাবেন।

বিভিন্ন তারা অবরুদ্ধ করা এই আলোক দূষণের মাত্রা মানুষের ধারণার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে। এমনকি এটি কমিয়ে আনার প্রচেষ্টার পরও। আর কেবল রাতের আকাশের দৃশ্য নয়, বরং পরিবেশ, প্রাণিকুল ও মানুষের জৈবিক ব্যবস্থাসহ অন্যান্য বিষয়াদির ওপরও প্রভাব ফেলায় এটি ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নাগরিক বিজ্ঞানীদের ৫০ হাজারেরও বেশি বিশ্লেষণ ছিল এই গবেষণার অংশ। এর লক্ষ্য ছিল ‘আকাশের আলো’ সংশ্লিষ্ট সমস্যার মাত্রা বা মানবসৃষ্ট দূষণের কারণে তৈরি রাতের আকাশে বিচ্ছুরিত আলোর বিষয়টি পুরোপুরি বোঝা। এখন পর্যন্ত আকাশের উজ্জ্বলতা পরিবর্তনের বিষয়টি খুব কমই নথিভুক্ত করা হয়েছে। কারণ গোটা বিশ্ব থেকে তথ্য সংগ্রহের সহজ কোনো উপায় নেই।

সর্বশেষ খবর