শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভারতে চালু নাকে নেওয়ার কভিড টিকা

ভারতে চালু নাকে নেওয়ার কভিড টিকা

ভারত তাদের প্রথম নাকে নেওয়ার কভিড টিকা বাজারে ছাড়ল। বায়োটেকের বানানো এ টিকার নাম ইনকোভ্যাক। যা ড্রপ আকারে নাকে দিতে হয়, নাসিকা গহ্বরের সঙ্গে সংশ্লিষ্ট কোষগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপ্ত করে। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে ভারতে আনুষ্ঠানিকভাবে টিকাটির যাত্রা শুরু হয় বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে চীন শ্বাসের সাহায্যে নেওয়া সম্ভব এমন কভিড টিকার অনুমোদন দিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, নাকে নেওয়ার টিকা নাসিকা গহ্বর ও এর ওপরের শ্বাসনালীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কভিড সাধারণত এ পথ দিয়েই শরীরে প্রবেশ করে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের গবেষকরাও নাকে স্প্রের মাধ্যমে দেওয়ার সম্ভব এমন টিকা নিয়ে কাজ করছেন, জানিয়েছে বিবিসি। গত বছরের নভেম্বরে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জরুরি পরিস্থিতিতে প্রাপ্তবয়স্কদের জন্য ভিন্নধর্মী বুস্টার ডোজ হিসেবে ইনকোভ্যাকের ব্যবহারে অনুমোদন দেয়।

সর্বশেষ খবর