শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইরানে আজারবাইজান দূতাবাসে হামলা একজন নিহত

ইরানে আজারবাইজানের দূতাবাসের বাইরে একটি নিরাপত্তাচৌকিতে হামলা হয়েছে। এতে প্রধান নিরাপত্তারক্ষী নিহত হয়েছে, আহত হয়েছেন দুজন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল এ হামলা হয়। হামলাকারী নিরাপত্তাচৌকির ভিতর ঢুকে কালাশনিকভ রাইফেল ব্যবহার করে সেখানকার নিরাপত্তাপ্রধানকে গুলি করে হত্যা করেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের মধ্যে মাসব্যাপী উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল। তেহরান পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত করছে পুলিশ। তবে এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে করছে না ইরান। পুলিশ প্রধানের বরাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে দূতাবাসে ঢুকেছিলেন। ধারণা করা হচ্ছে ‘ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র’ করে ওই বন্দুকধারী হামলা চালিয়েছেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘটনার শক্ত প্রতিবাদ জানিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে আজারবাইজাইন বিরোধী ক্যাম্পেইন হামলাকারীকে ইন্ধন জুগিয়েছে। হামলার পর বিভিন্ন সামাজিক গণমাধ্যমে দূতাবাসের বিভিন্ন কক্ষের গ্লাস ভাঙা ছবি ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর