মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
পাল্টা বিবৃতি হিন্ডেনবার্গের

জাতীয় পতাকার আড়ালে ভারতকে লুটছেন আদানি

জাতীয় পতাকার আড়ালে ভারতকে লুটছেন আদানি

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরিপ্রেক্ষিতে শেয়ার বাজারে বিপুল ক্ষতির মুখে পড়েছেন গৌতম আদানি। হুহু করে সম্পদ খুইয়েছেন তার সংস্থার বিনিয়োগকারীরা। এ অবস্থায় মার্কিন রিসার্চ সংস্থার সমালোচনা করেছেন ভারতীয় ধনকুব আদানি। তার মতে, পরিকল্পিতভাবে ভারতকে হেয় করতেই এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। পরের দিনই পাল্টা দাবিতে বলেছে, আসলে দেশের প্রতি আক্রমণের বিষয়টি প্রচার করে নিজের দিক থেকে অভিযোগের তীর ঘোরাতে চাইছেন আদানি। জাতীয়তাবাদের কথা উল্লেখ করে নিজের সম্পদের উত্থানের কথা গোপন করছেন। রবিবার ৪১৩ পাতার একটি রিপোর্ট প্রকাশ করা হয় আদানি গ্রুপের তরফে। সেখানে বলা হয়, ‘কল্যাণকর উদ্দেশ্যে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ করা হয়নি। সত্যনিষ্ঠভাবে গবেষণা না করেই উদ্দেশ্যহীনভাবে এই রিপোর্ট তৈরি হয়েছে। নির্দিষ্ট কোনো সংস্থা নয়, সমগ্র ভারতকে আক্রমণ করেছে এই রিপোর্ট। ভারতের স্বাধীনতা, সততার পাশাপাশি ভারতীয় সংস্থাগুলোর মান নিয়েও প্রশ্ন উঠেছে। নানাক্ষেত্রে উন্নতি করছে ভারত, কিন্তু ভারতের এগিয়ে যাওয়া নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়েছে এই রিপোর্টে।’

সর্বশেষ খবর